• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামের সঙ্গে মিল থাকায় ৭ দিন জেলে চা বিক্রেতা

  সারাদেশ ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১০:২৩
গাজীপুর
চা বিক্রেতা রফিকুল ইসলাম (ছবি : সংগৃহীত)

নামের সঙ্গে মিল থাকায় সাতদিন জেল খেটেছেন চা বিক্রেতা রফিকুল ইসলাম। করাতকলের মালিকের পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মীর রকিবুল হক জানান, গাজীপুর জেলা বন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন্নাহার বৃহস্পতিবার রফিকুল ইসলামকে মুক্তির আদেশ দেন।

এর আগে বুধবার ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে শ্রীপুর থানা পুলিশের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন চায় আদালত। মামলার সঙ্গে চা বিক্রেতা রফিকুল ইসলামের কোনো সম্পর্ক নেই মর্মে থানা পুলিশ প্রতিবেদন জমা দিলে বৃহস্পতিবার আদালত মুক্তির আদেশটি দেন।

গাজীপুর জেলা কারাগারের জেলার গোলাম মোস্তফা জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পর সম্ভাব্য সবধরনের যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রফিকুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে।

তার স্বজনেরা কারাগারের গেট থেকে রফিকুল ইসলামকে গ্রহণ করেন।

ছেলেকে পেয়ে রফিকুল ইসলামের বাবা নূর মোহাম্মদ বলেন, শুধু পুলিশ নয় কারও ভুলের কারণে কোনো নিরপরাধ মানুষ যেন দুর্ভোগের শিকার না হয়।

প্রসঙ্গত, বন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামির নামের সঙ্গে মিল থাকায় গত ১৭ জানুয়ারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবক গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারগারচালা) এলাকার নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম।

শ্রীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন করাতকলে গজারি গাছ চেরাই করার অভিযোগে ২০১৫ সালের ৮ জুলাই শ্রীপুর সদর বন বিট অফিসার সহিদুর রহমান কেওয়া পশ্চিমখণ্ডের বেগুনবাড়ি এলাকার নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলামকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন) আদালতে একটি মামলা করেন। এ মামলায় রফিকুলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে শ্রীপুর থানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বন আদালত।

আরও পড়ুন : ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

অপরদিকে এ মামলার প্রকৃত আসামি নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম বলেন, তিনি করাতকলের ব্যবসা করেন। মামলাটি তার বিরুদ্ধেই করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড