• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে ডা. মাহমুদ-মাহফুজ পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

  চন্দনাইশ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ০৯:১৬
চট্টগ্রাম চন্দনাইশ
ডা. মাহমুদ-মাহফুজ পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ওয়াহেদ মাহফুজের অর্থায়নে ডা. মাহমুদ-মাহফুজ পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা এবং বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

অনিবার্য কারণবশত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের এই অঞ্চলের জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল ওয়াহেদ মাহফুজ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজ জন্মস্থানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক সচিব মো. ইমরান। শিক্ষক মুজিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুন মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুল হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুলতান আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. ইমরান, নিউইয়র্কস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি জিয়াউল হক, বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে ডক ইয়ার্ডে দুর্ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামশুল আলম চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আবুল মনসুর মো. হাবিব, প্রফেসর এম. এনামুর রশিদ, প্রফেসর আবুল হাসান, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া প্রমুখ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড