• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে ডক ইয়ার্ডে দুর্ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ০৮:৫১
নারায়ণগঞ্জ
শ্রমিক নিখোঁজ (ছবি : দৈনিক অধিকার)

নতুন জাহাজ পানিতে নামাতে গিয়ে চার শ্রমিক আহত ও দুইজন নিখোঁজ হয়েছেন। ডক ইয়ার্ডের হুইলের ক্যাবল ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর থানার বিবি জোড়া এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

রাসেল ও ইয়া রাসুল নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত নই। খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। জাহাজটি পানিতে নামানোর সময় দুর্ঘটনা ঘটে। ছয়জনের মধ্যে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।

আরও পড়ুন : হাটহাজারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডক ইয়ার্ড শ্রমিকরা জানান, নতুন জাহাজ নির্মাণ শেষে নদীতে ভাসানোর সময় সেটি স্লিপওয়ের বালুতে আটকে যায়। সেই সময় রাসেল ও ইয়া রাসুলসহ ছয়জন বালু অপসারণে জাহাজের তলদেশে যায়। এ সময় হুইলের ক্যাবল ছিঁড়ে গেলে জাহাজটি লাইনের ওপর বসে। এ সময় ছয়জন শ্রমিকই জাহাজের নিচে পড়ে যায়। চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ইয়া রাসুল ও রাসেল নামের দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড