• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

  বরিশাল প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৩
আটক
আটক প্রতারক নুর আলম (ছবি : দৈনিক অধিকার)

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নাম ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে নুর আলম (৫০) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে বুধবার (২২ জানুয়ারি) প্রতারক নুর আলমকে আটক করে র‌্যাব-৮-এর সদস্যরা।

আটক নুর আলম বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।

নুর আলম র‌্যাবের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে নুর আলম র‌্যাব দিয়ে ধরিয়ে হয়রানি করার হুমকি দিত। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮-এর একটি টিম বাবুগঞ্জ থানাধীন কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে নুর আলমকে আটক করে।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা নিয়ে আতঙ্কে নওগাঁর কৃষক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম তার অপরাধ স্বীকার করেছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুর আলম জানিয়েছে, সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে লোকজনের টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড