• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু 

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২০, ১১:২৭
চুয়াডাঙ্গা
নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গায় অটো রাইস মিলে কাজ করার সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে নিজাম উদ্দীন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে জেলার জীবননগর উপজেলা শহরের পিয়ারতলা মোড় এলাকার সততা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দীন একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

রাইস মিলে কর্মরত শ্রমিক জাফর আলী জানান, প্রতিদিনের মতো তারা ১০ থেকে ১৫ জন সততা রাইস মিলে রাতের শিফটে কাজ করছিলেন। এ সময় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে সাজিয়ে রাখা ধানের বস্তা ধসে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নিজাম উদ্দীন ও নাসির উদ্দীন নামে দুই শ্রমিক।

আরও পড়ুন : কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত নাসির উদ্দীনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড