• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাইভেট কারে মাদক পাচারকালে র‌্যাবের হাতে ধরা

  পাবনা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২০, ০৭:০৬
প্রাইভেট কার
প্রাইভেট কারে ৬৩ কেজি গাঁজা পাচারকালে ওই তিনজনকে আটক করে র‌্যাব (ছবি : দৈনিক অধিকার)

প্রাইভেট কারে মাদক পাচারকালে পাবনায় ৬৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো- আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম ও তোজাম্মেল। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বাসিন্দা।

এ দিকে, র‌্যাব জানিয়েছে- এ বছরে পাবনা জেলায় আটক হওয়া মাদকের সবচেয়ে বড় চালান এটি।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল তার নেতৃত্বে বুধবার রাতে আতাইকুলা বাজারে অবস্থান নেয়। এ সময় ওই তিন মাদক কারবারি একটি প্রাইভেট কারযোগে ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা পৌর শহরের দিকে যাচ্ছিল। পরে প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করলে র‌্যাব সদস্যরা ৬৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই তিনজন মাদক কারবারিকে আটক করাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।

আরও পড়ুন : সন্ধ্যায় হঠাৎ ‘আগুন-আগুন’ চিৎকার শুরু হয়

র‌্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছে। বুধবার গাঁজার এই বড় চালানটি পাবনা শহরে নেওয়া হচ্ছিল বলে স্বীকার করেছে তারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আটকদের পুলিশে সোপর্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে র‌্যাব।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড