• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধুর বাড়িতে এসে বন্যহাতির আক্রমণে বন্ধু নিহত

  জামালপুর প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ২১:২৭
বন্যহাতি
বন্যহাতির আক্রমণে নিহত শাহীন (ছবি : দৈনিক অধিকার)

জামালপুরের বকশীগঞ্জে বন্ধুর বাড়ি বেড়াতে এসে বন্যহাতির আক্রমণে শাহীন আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহারচর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভারত থেকে একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। এ নিয়ে পাহাড়ি জনপদের মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) শাহীন আলম তার বন্ধু গারো পাহাড়ি এলাকার তরমুজপাড়া গ্রামের রহমানের ছেলে ছামাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকালে স্থানীয় লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ঘুরতে যায় সে।

এক পর্যায়ে দিঘলকোনা এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে একদল হাতি তাকে আক্রমণ করে। এ সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন শাহীন আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড