• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাইকোর্টে ভুয়া কাগজপত্র দেখিয়ে জামিন : আইনজীবী কারাগারে

  খুলনা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৮:৫১
আদালত
আদালত (ছবি : ফাইল ফটো)

খুলনায় হাইকোর্টের জামিন আদেশের ভুয়া কাগজপত্র দিয়ে খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামির জামিন করানোর অপরাধে আইনজীবী আরাফাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

তবে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে আরাফাত হোসেনকে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন : কুলাউড়াকে জেলা ঘোষণার দাবিতে মতবিনিময়

জানা যায়, ২০১৮ সালের ৩০ মার্চ হাইকোর্টের ভুয়া জামিন আদেশের কাগজপত্র দিয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি রবিউল ইসলামকে জামিন করানো হয়। পরে বাদী পক্ষ আদালতে সঠিক কাগজপত্র উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি জানা জানি হয়। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে খুলনা থানায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। পুলিশ এই মামলায় তদন্ত শেষে আরাফাত হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড