• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মরিচ ক্ষেত নিয়ে মারামারি, নিহত ১

  ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

২২ জানুয়ারি ২০২০, ১৮:০০
নিহত
নিহত শাহেদ (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে মরিচ ক্ষেত (ফসলী জমি) নিয়ে মোহাম্মদ ইলিয়াছ (৩৬) ও শাহেদের (৩৫) মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

মারামারির একপর্যায়ে এলাকাবাসী খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়। নিহত শাহেদ খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোলাইমান বাড়ির সোনা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই জনের মধ্যে মরিচ ক্ষেত নিয়ে মারামারির ঘটনা হলেও কী কারণে মারামারির ঘটনা ঘটেছে এখনো কেউ রহস্য উদঘাটন করতে পারেনি। তবে একটি পক্ষ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।

খবর পেয়ে ফটিকছড়ি পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ইলিয়াছকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আটক করে। ফটিকছড়ি থানা ওসি বাবুল আক্তারের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মরিচ ক্ষেতে দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে দুইজনই আহত হয়। আহত অবস্থায় রাতেই দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ইলিয়াছকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন : গাজীপু‌রে ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমরা অভিযুক্ত ইলিয়াছকে আটক করেছি। এখনো মামলা হয়নি।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড