• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ২

  লালমনিরহাট প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
লালমনিরহাট
নিহতের মধ্যে একজনের লাশ (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ আহত একজন নিখোঁজ রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ওই সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গরু আনতে যায় বাংলাদেশি একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী (৩০) ও একই এলাকার ওসমান আলীর ছেলে সুরুজ হোসেন (২০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আব্দুল ওহাবের ছেলে রুবেল মিয়া (২০)।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ

বিজিবির লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড