• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তীব্র শীতে কাঁপছে রংপুর

  সারাদেশ ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ০৩:৪৪
রংপুর
রংপুরে আবারও আসছে শৈতপ্রবাহ (ছবি : রেজওয়ানুর রহমান)

রংপুরে হিমেল বাতাস ও তীব্র শীতে কাঁপছে সাধারণ মানুষ। কয়েকদিনের ব্যবধানে এ জেলায় আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এ অঞ্চলের তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২০ জানুয়ারি) রংপুরে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের কারণে ঘন কুয়াশাও বৃদ্ধি পাবে। দুই-একদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে তীব্র শীতে কাঁপবে রংপুর।

এ দিকে, তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন পোহাতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় গত এক মাসে এ জেলায় ৮ নারী ও ২ শিশুসহ ১৩ জন দগ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া এ সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় এখনো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি আছেন ২৫ জন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবারও আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শীতের এ তীব্রতা আরও দুই-তিনদিন এমন থাকবে।

ওডি/এমএমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড