• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় গ্রেপ্তার যুবক রিমান্ডে

  সিলেট প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২০, ১৯:৫১
কটূক্তি করার মামলায় গ্রেপ্তার মুক্তার আহমদ রাফি
কটূক্তি করার মামলায় গ্রেপ্তার মুক্তার আহমদ রাফি (ছবি : দৈনিক অধিকার)

সিলেটে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার মামলায় গ্রেপ্তার মুক্তার আহমদ রাফিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন-১ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভুইয়া রিমান্ডের এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন-১ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে শুনানি করে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাফিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ ছবি, অশালীন কথাবার্তা ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র কারবারির ১০ বছর কারাদণ্ড

এসব অভিযোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড