• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে মাদকবিরোধী আলোচনা সভা

  ঝিনাইদহ প্রতিনিধি

০১ আগস্ট ২০১৮, ১৮:৫৫
ছবি : দৈনিক অধিকার

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, ব্যবসায়ী বাবুল আজাদ, যুবলীগ নেতা কামাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী।

বক্তারা মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দূরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড