• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেরপুরে বিনাধান শস্যকর্তন মাঠ দিবস অনুষ্ঠিত

  শেরপুর প্রতিনিধি

০১ আগস্ট ২০১৮, ১৮:৪৮
ছবি : দৈনিক অধিকার

শেরপুরে আউশ মৌসুমে স্বল্পমেয়াদী খরসহিষ্ণু উচ্চ ফলনশীল বিনাধান-১৯ সম্প্রসারণের লক্ষ্যে ১ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার ঘিনাপাড়া এলাকায় এক শস্যকর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্র এবং সদর উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে।

আউশ মৌসুমে আশার আলো ছড়াচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-১৯। মাত্র ১০০ দিনে কৃষকরা ফসল কেটে ঘরে তুলতে পারছেন। একর প্রতি গড় ফলন মিলছে ৪০ থেকে ৫৫ মণ। খরাসহিষ্ণু হওয়ায় পানি সেচ লাগে না বললেই চলে। তাছাড়া এ ধানের চাল খুবই চিকন হওয়ায় কৃষকরা আউশ আবাদে আশাবাদী হয়ে উঠেছেন। কৃষি কর্মকর্তারাও ধারণা করছেন, বিনাধান-১৯ জাতের কারণে দিন দিন আউশ আবাদি জমির পরিমাণ বাড়বে।

স্থানীয় কৃষক নূরুল ইসলামের প্রদর্শনী প্লটের এক একর ২০ শতক জমির বিনাধান-১৯ কেটে একর প্রতি শুকনা অবস্থায় ৪০ মণ করে ধান পাওয়া যায়। মাত্র ৯৭ দিনে এমন ফলন মিলেছে এবং জমিতে কোন ধরনের সেচ দিতে হয়নি। বৃষ্টির পানিতেই এমন ফলন হয়েছে। এ শস্যকর্তন মাঠ দিবসে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যের মাছে বক্তব্য রাখেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আকতার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কৃষক মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনা ও ধান গবেষণা ইনস্টিটিউট স্বল্পমেয়াদি নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করছে। বিনাধান-১৯ খরাসহিষ্ণু হওয়ায় পানি সেচ লাগে না বললেই চলে। তাছাড়া এ ধানের চাল খুব চিকন হয়। ফলনও অন্যান্য জাতের চাইতে বেশি। একর প্রতি গড় ফলন ৪০ থেকে ৫৫ মণ। আউশ মৌসুমে বিনাধান-১৯ খুবই জনপ্রিয় হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড