• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  ঝিনাইদহ প্রতিনিধি

০১ আগস্ট ২০১৮, ১৮:৩০
ছবি : দৈনিক অধিকার

‘ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সোচ্চার হোন, আন্দোলন গড়ে তুলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্জ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএম আব্দুর রউফ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মণ্ডল, জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এসএন নাজের হোসেন।

এসময় বক্তারা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর প্রতি আহ্বান জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড