• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  পুঞ্চগড় প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২০, ১১:৩৪
পঞ্চগড়
বাংলাদেশি নিহত (ছবি : সংগৃহীত)

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত থেকে হাসান আলী (৩০) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত এলাকার আবাদি জমিতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

এ ঘটনায় পুলিশ ও বিজিবিকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মমদ ইউসুফ আলী ও বিজিবি ৫৬ ব্যাটালিয়নের লে. কর্নেল মামুনুল হক।

নিহত হাসান উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, হাসান অবৈধভাবে ভারতীয় গরু পারাপার করত। তাদের ধারণা, গরু পারাপারের সময় বিএসএফ হাসানকে গুলি করে হত্যা করার পর বাংলাদেশের সীমানায় ফেলে রেখে যায়।

এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, যেহেতু বাংলাদেশের সীমানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তাই এখনই বলা যাচ্ছে না কিভাবে সে নিহত হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটন হবে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : রাজশাহীতে নতুন ভোটার পৌনে ২ লাখ

এ বিষয়ে লে. কর্নেল মামুনুল হক জানান, ভারতীয় সীমান্তে লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত ব্যক্তি বিএসএফের গুলিতে নিহত হয়েছে কী না তা নিয়ে তদন্ত চলছে।

ওডি/জেএস/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড