• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

  কুমিল্লা প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ১৮:৩৬
আটক
আটক (ছবি : প্রতীকী)

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির অভিযোগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ ১১ ডাকাতকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলো- জহির হোসেন, জহিরুল ইসলাম, কামরুল হাসান সবুজ, ফেরদৌস হোসেন, কামাল হোসেন, মনোয়ারা বেগম, বুলেট, নেয়ামত উল্লাহ, জুয়েল প্রকাশ আকাশ, ফাহিম আহম্মেদ ও সুমন হাসান।

জানা গেছে, রবিবার রাত পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাবুচি বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন শাহীন আলম (৩০) নামে এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত তার ওপর অতর্কিত হামলা করে। ডাকাতরা শাহীনকে হত্যা চেষ্টাসহ নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে মহাসড়কে ডিউটিতে থাকা পুলিশ ধাওয়া করে ডাকাত জহির হোসেন ও জহিরুল ইসলামকে একটি চাকু, লুণ্ঠিত ব্যাগ ও নগদ টাকাসহ আটক করে। এ সময় অন্যরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

ডাকাতির হামলার শিকার শাহীন আলম রংপুর বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের শাহ আলমের ছেলে।

ওই দিন রাত সাড়ে ১০টায় পুলিশ পাশের এলাকায় অভিযান শুরু করে। পলাতক ডাকাত বুলেট অপর সহযোগীদের ফোন করলে তারা একটি মাইক্রোবাসযোগে বাবুচি বাজার এলাকার একতা ব্রিকস ফিল্ডে গিয়ে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একই সময়ে পুলিশের একটি টিম আত্মগোপনে থাকা ডাকাত বুলেটকে আটক করতে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ মাইক্রোবাসে থাকা বুলেটসহ অপর ডাকাতদের গাড়ি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মাইক্রোবাসে থাকা আটজনসহ ডাকাত বুলেটকে আটক করে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা পাঁচটি রামদা, দুটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। অস্ত্রসহ ১১ জনকে আটকের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ময়মনসিংহে ফের ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন কৌশলে ডাকাতি, ছিনতাই ও দস্যুতা করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে আটককৃত ডাকাতরা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড