• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবি আদায়ে জেলা প্রশাসনের কর্মবিরতি

  ঝালকাঠি প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ১১:৩১
ঝালকাঠিত
ধর্মঘটে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

গ্রেড পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে জেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষরের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. আলমগীর হোসেন।

বক্তৃতা করেন- সহসভাপতি অমল কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, প্রমুখ।

সোমবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড