• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যাত্রীর ফেলে যাওয়া সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  সারাদেশ ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ০৯:২১
চট্টগ্রাম
৬ কেজি ৮৪ গ্রাম স্বর্ণ উদ্ধার (ছবি : সংগৃহীত)

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে একটি ফ্লাইটের যাত্রীর ফেলে যাওয়া ৬ কেজি ৮৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

রবিবার (১৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীরা স্বর্ণগুলো ফেলে যান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের নির্দেশনা অনুযায়ী দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটির যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এ সময় এয়ারক্রাফট গেটের কাছে বোর্ডিং ব্রিজে ৫২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮৪ গ্রাম।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, বিমানবন্দরে চোরাচালান, রাজস্ব ফাঁকি রোধে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে কোনো একজন যাত্রী স্বর্ণভর্তি হাতব্যাগ বোর্ডিং ব্রিজে ফেলে যান। এরপর সেটি কাস্টমস কর্মকর্তারা খুঁজে পান।

আরও পড়ুন : বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড