• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়ে হত্যাকারীদের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা বাবা 

  টাঙ্গাইল প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ২০:৩২
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন ( ছবি : দৈনিক অধিকার )

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ছালেহা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ছালেহার বাবা ও ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছামাদ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল আলম ছাত্তারের সঙ্গে ছালেহার বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে ছালেহার সঙ্গে যৌতুক হিসেবে ফ্রিজ, খাট, টেলিভিশন ও গহনা দেওয়া হয়। পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য আরও ৫ লাখ টাকা দাবি করে ছেলের পরিবার। টাকা না দেওয়াতে ছালেহা আক্তারের ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে ২০১২ সালের ১৮ আগস্ট ছালেহাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে তার স্বামী আশরাফুল।

এ ঘটনায় ছালেহার স্বামী ও শাশুড়িসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ। পুলিশের সুরতহাল রিপোর্টেও ছালেহার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া ময়না তদন্ত রিপোর্টে ছালেহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়। এরপরও মূল আসামি ছালেহার স্বামী আশরাফুল আলম ছাত্তারসহ অন্যান্য আসামিরা জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পুলিশ হাসপাতালে

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার খন্দকার আনোয়ার হোসেন, সাবেক সহকারী কমান্ডার মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামছুল আলম চৌধুরী, আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর কামরুল হাসান মামুন ও নিহতের ছোট বোন সাবিহা আক্তারসহ আরও অনেকে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড