• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসামি ধরতে গিয়ে পুলিশ হাসপাতালে

  গাইবান্ধা প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ২০:০২
পুলিশ
পুলিশ ( ছবি : প্রতীকী )

গাইবান্ধায় আসামি ধরতে গিয়ে হামলায় শিকার হয়ে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রাকিব হোসেন জানান, পুটিমাড়ি গ্রামের মৃত খয়বার হোসেনের ছেলে ফরহাদ হোসেন ঢাকায় প্রতারণাসহ একাধিক মামলার আসামি। ঢাকার একটি মামলায় তাকে গ্রেপ্তার করতে ডিএমপির দুই সদস্যসহ হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে যায়। এ সময় ফরহাদসহ তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন পুলিশের দুই সদস্য। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ‘আমি তিন দিন ধরে উপোস, আমাকে মারিস না’

আহত পুলিশ সদস্যরা হলেন- হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্রী কৃষ্ণ চন্দ্র, শফিকুল ইসলাম শফি এবং ডিএমপির ফারুক হোসেন।

এ দিকে হামলার পর ফরহাদসহ ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলো- আফসার আলী, আউয়াল, গনি মিয়া ও রফিক। তারা সবাই পুটিমারি গ্রামের বাসিন্দা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড