• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আমি তিন দিন ধরে উপোস, আমাকে মারিস না’

  সারাদেশ ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৯:২১
হীরা মিয়া
নিহত হীরা মিয়া ( ছবি : দৈনিক অধিকার )

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন হীরা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। তিনি তার ছেলের ওষুধ আনতে গিয়ে প্রতিবেশীর এ হামলার শিকার হন।

এ সময় হীরা হামলাকারীদের বার বার অনুনয় করে বলেছেন, ‘আমি তিন দিন ধরে খাই না, উপোস; আমাকে মারিস না।’ এমন আকুতি করেও বাঁচতে পারেননি হীরা।

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

হীরার সঙ্গে থাকা পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিম এ সব কথা বলেন।

হীরা মিয়া ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

জানা যায়, গত ১২ জানুয়ারি প্রতিবেশী লাল মিয়ার ছেলে পিয়ালের (১২) সঙ্গে খেলা নিয়ে হীরা মিয়ার ছেলে জিহানের (৮) কথা কাটাকাটি হয়। পিয়াল এ সময় জিহানকে মারধর করে। ওই দিন রাতে জিহানের জন্য ওষুধ আনতে যাওয়ার পথে লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা হীরার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে ছোট ভাই মানিক মিয়া (৩০) বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন : যুবককে থানায় আটকে জমি দখলের অভিযোগ

আহত দুই ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হীরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে হীরার মৃত্যু হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড