• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইনজীবী সমিতি নির্বাচন

ফেনীতে সভাপতি-সম্পাদক পদে বিএনপি প্রার্থীর জয়

  ফেনী প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫৪
বিএনপি প্রার্থীর জয়
সভাপতি শাহাব উদ্দিন আহাম্মদ ও সম্পাদক পার্থপাল চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের শীর্ষ পদে জয়ী হলেন বিএনপি-জামায়াতপন্থি সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।

দুই প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহসভাপতির দুইটি পদসহ আট পদে জয়ী হয়েছে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৪ জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে শাহাব উদ্দিন আহাম্মদ ১৪৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী নুর হোসেন পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে পার্থপাল চৌধুরী পেয়েছেন ১৪০ ভোট। প্রতিদ্বন্দ্বী আহসান কবির বেঙ্গল পেয়েছেন ১৩৪ ভোট।

সহসভাপতি পদে একই প্যানেলের গোলাম মহিউদ্দিন ১৫০ ভোট ও মো. নুরুল হক ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. নুরুল আমিন ১১১ ভোট ও বোরহান উদ্দিন চৌধুরী ১১৯ ভোট পেয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল হক ভুট্টু ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী কাজী রবিউল হক রবি পান ১২৬ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন চন্দ্র ভৌমিক ১৫০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহিদ হোসেন কমল পেয়েছেন ১১৫ ভোট। অডিটর নির্বাচিত হন এস এম আবুল মনসুর রানা। তিনি পেয়েছেন ১৫২ ভোট। প্রতিদ্বন্দ্বী এ টি এম এনায়েতুল করিম মামুন পেয়েছেন ১২৬ ভোট।

আরও পড়ুন : গৌরীপুরে খেলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১

অর্থ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ জাহেদ হোসেন ১৫৩ ভোট। আবদুল ওহাব দুলাল পেয়েছেন ১২০ ভোট। সর্বাধিক ভোটে লাইব্রেরি সম্পাদক পদে মো. ইয়াসির আরাফাত নির্বাচিত হন। তিনি পেয়েছেন ১৬৫ ভোট। প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানী ১১১ ভোট পান।

ছয়টি সদস্য পদের মধ্যে চারটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবীর মোরশেদ ১৭৯, মো. আলাউদ্দিন ভূঞা ১৪৪, নিমাই লাল সুত্রধর ১৩৩, মোশারফ হোসেন মিলন ১৩৯ এবং দুইটিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মো. ইকবাল হোসেন ১৪২ ও মো. শহীদুল ইসলাম ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের শাহাদাত আল সাঈদ ১২২ ও মানিক চন্দ্র শর্মা ৯০, সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ নুরুল আলম ১২৮, হুমায়ুন কামাল ১২৩, জামাল উদ্দিন ১১৭ ও আলমগীর হোসেন মজুমদার ৮৫ ভোট পেয়ে হেরে যান।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড