• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু এসপিএল টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, ২১:৩০
বঙ্গবন্ধু এসপিএল টি-২০
বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার শনিবার (১৮ জানুয়ারি) সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও আয়োজক কমিটির আহ্বায়ক মারুফ সিরাজী প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় গত আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্স বনাম আসরের নতুন দল সিরাজগঞ্জ স্টার। এ ম্যাচে সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং সিরাজগঞ্জ স্টারের হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম অংশ নেন। খেলায় টসে জিতে সিরাজগঞ্জ স্টার সব কয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করে সিরাজগঞ্জ টাইগার্স।

আরও পড়ুন : নববধূসহ তিন নারীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজক কমিটির সদস্য সচিব সালমান হক শিবলী জানান, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্ট। গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) নামে এ টুর্নামেন্টটি এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর ছয়টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সিরাজগঞ্জ টাইগার্স ও সিরাজগঞ্জ স্টার ছাড়া বাকি দলগুলো হলো- সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিংস।

খেলায় ফাইনালসহ ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসর শেষ হবে। সবগুলো ম্যাচ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড