• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলের জালে ধরা পড়ল অদ্ভুত মাছ

  রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

১৮ জানুয়ারি ২০২০, ২০:৩০
বিরল প্রজাতির ‘সাকার ফিশ’
বিরল প্রজাতির ‘সাকার ফিশ’ (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ডোরাকাটা অদ্ভুত একটি মাছ। লম্বায় দেড় ফুট মাছটির ওজন ৬শ গ্রাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বড়ুয়াপাড়ার একটি জলাশয়ে মাছটি জালে আটকা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আজাদ মাছটি কিনে নেন। ডোরাকাটা অদ্ভুত মাছের খবর পেয়ে স্থানীয় উৎসুক লোকজন ভিড় জমায়। ওই এলাকায় এর আগে এমন মাছ কখনো দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন ও জেলেরা।

মাছ ব্যবসায়ী মো. আজাদ বলেন, টাইগার ফিশ নামে পরিচিত মাছটি। এটি এখন গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে। এটি আমি সংরক্ষণ করে রেখেছি।

আরও পড়ুন: অদম্য মেধাবী লিতুন জিরার পাশে বসুন্ধরা

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। এটি খুব দ্রুত বংশ বিস্তার করে। আবার সহজে মরেও না। বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছটি মাঝে মাঝে দেখা যায়। এটি অনেকে শোভাবর্ধনের জন্য অ্যাকুরিয়ামেও রাখেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড