• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলে গেলেন ভাষা সৈনিক নাজির হোসেন

  মেহেরপুর প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, ১৮:০৮
মেহেরপুর
ভাষা সৈনিক নাজির হোসেন (ছবি : সংগৃহীত)

স্ত্রী-সন্তান ও পরিবার পরিজন ছেড়ে চির নিদ্রায় শায়িত হলেন মেহেরপুরের ভাষা সৈনিক নাজির হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাসভবনে বসবাস করে আসছিলেন। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : ‘আমাকে কেন রেখে গেলে!’

প্রসঙ্গত, ভাষা আন্দোলনের জন্য মিছিল মিটিং পোস্টার লাগানোর অপরাধে মেহেরপুরের তৎকালীন সাত ছাত্রকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ওই সাত ছাত্রকে স্কুল থেকে রাজটিকিট দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তৎকালীন ভাষা সংগ্রাম কমিটির ছাত্ররা শহরে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন করেছিলেন। তাদের একজন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের নাজির হোসেন বিশ্বাস।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড