• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে বাস খাদে পড়ে আহত ৪০ 

  কক্সবাজার প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, ১৪:৪২
কক্সবাজার
বাস খাদে (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের রামুতে বনভোজনের বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছে প্রায় ৪০ জন। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতাল সংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— পটুয়াখালী মির্জাগঞ্জের মো. শাহাজানের ছেলে আবির (২১), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে আতিক (২২), আবু বশরের ছেলে মোছাদ্দেক (২২), সাতক্ষীরা জেলার নুরুল আমিনের ছেলে সোহান (২২), বরগুনার আমতলীর জালাল উদ্দিনের ছেলে জাহিদ ইসলাম, একই এলাকার মোতাহের হোসাইনের ছেলে জিয়াউল করিম (২৭), ঢাকার আলতাফ হোসাইনের ছেলে নাজমুল হুসাইন (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল শুক্কুরের ছেলে গফুর (২৫), বরগুনা সদরের খলিলুল্লাহর ছেলে আল আমিন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের রফিক উদ্দিনের ছেলে ইউনুছ (২৪), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোস্তফা গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (২৫), পটুয়াখালীর মোশারফ হোসাইনের ছেলে আবু মুছা (২৭), কুমিল্লার সুলতান পুরের সুলতান আহমেদের ছেলে মাহিম ( ২৭), পটুয়াখালীর আবু তৈয়ব সিকদারের ছেলে রাজিব (২৭), যশোরের মোশরাফ হোসাইনের ছেলে বকতিয়ার (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে মনজরুল হোসাইন সাকিব (১৯), ঢাকার নজরুল ইসলামের ছেলে জুয়েল (২৭), ঢাকার মির্জাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে নোমান (২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল জাব্বারের ছেলে মেহেদী হোসাইন (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের কবির আহমদের ছেলে নয়ন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোতাহের হোসাইনের ছেলে নাঈম হুসাইন (২২), পটুয়াখালীর মির্জাগঞ্জের আলতাফ হোসাইনের ছেলে ফয়সাল (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মোশারফ হুসাইন (২৫), পটুয়াখালীর বাচ্চুর ছেলে সাইফুল ইসলাম বাপ্পি (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের শাহা জামালের ছেলে নিজাম (২৬), পটুয়াখালীর শ্রীনগর এলাকার মোছাদ্দেকের ছেলে সাইফুল ইসলাম(২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আশরাফ আলীর ছেলে হাসিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল মান্নানের ছেলে সজল (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে নজরুল হক সাকিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের নাহিদের ছেলে রহিমা (২৬), শরীয়তপুরের আসাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের শহিদ ইসলামের ছেলে শফিক (২৪), বরিশালের শহিদুল ইসলামের ছেলে মোনাফ হুসেন সাঈদ (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের বেলাল হোসাইনের ছেলে মোহাম্মদ (২৬) গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৫ যাত্রী বহনকারী সাব্বির নামে বাসটি (ঢাকা মেট্রো –ব ১১-৫৮২৫) কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতাল সংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজ অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ২ নারীর

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড