• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠে মাঠে হলুদের সমারোহ 

  শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ

১৮ জানুয়ারি ২০২০, ১৩:১৮
ঝিনাইদহ
সরিষা ফুল (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের মাঠগুলো ছেয়ে গেছে সরিষা ফুলে। এবার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে আনন্দের রেখা ফুটে উঠেছে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ৩ হাজার ৩৩১ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৩ হাজার ৩৩৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার থেকে ৪ হেক্টর বেশি। আর গত মৌসুমে চাষ হয়েছিল ৩ হাজার ১৩০ হেক্টর জমিতে। ওই বছর ফলন হয়েছিল ৪ হাজার ৫৬ মেট্রিক টন সরিষা।

সদরের কৃষক জাফর উদ্দিন জানান, ফুলের যে পরিবেশ দেখছি তাতে ফলন ভালো হবে। আমাদের আমন ধানের দামে যে লোকসান হয়েছে তাতে সরিষার ফলনে হয়তো কিছুটা পুষিয়ে নিতে পারব।

আরও পড়ুন : খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস দৈনিক অধিকারকে বলেন, গেল কয়েক বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বেড়েছে। উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ বেশি হয়েছে। আবার পোকার আক্রমণও কম। ফলে ভালো ফলনের আশা করছি। এছাড়া আমরাও নিয়মিত মাঠে গিয়ে কৃষকের ক্ষেতের খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড