• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে আল্লাহ ও মুহাম্মদ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

  ফেনী প্রতিনিধি:

১৮ জানুয়ারি ২০২০, ০২:৪৫
ফেনীতে ‘আল্লাহ-মুহাম্মদের’ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য
আল্লাহ ও মুহাম্মদ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে আল্লাহ ও মুহাম্মদ নামে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর সড়কের মাথায় দৃষ্টিনন্দন স্থাপনাটি নির্মাণ করেছে স্থানীয় পৌরসভা।

পৌরসভা সূত্র জানায়, ফেনী পৌরসভার পক্ষ থেকে ১০ লাখ টাকা বরাদ্দে মহান আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) এর নামে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। সাড়ে ১৪ ফিট উচ্চতার এই ভাস্কর্যটি নির্মাণের দায়িত্ব পান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম।

এটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। শহরের শহীদ মেজর সালাহউদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে আরও একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পৌরসভা থেকে জানান হয়।

পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর তত্ত্বাবধানে পৌর কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়।

আরও পড়ুন : দ্য রাইজিং স্টারের গ্র্যান্ড ফাইনাল আজ

উল্লেখ্য, ভাস্কর্যটির ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসছেন। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বর্ধন করায় ভীষণ খুশি সেখানকার জনগণ।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড