• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

  নওগাঁ প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ১৩:১০
নওগাঁ
ছবি : প্রতীকী

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে হাসিমুদ্দিন (২৬) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক হাসিমুদ্দিন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সাপাহারের কয়েকজন যুবক উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ভোরে ফেরার পথে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও হাসিমুদ্দিনকে আটক করে বিএসএফ সদস্যরা।

আরও পড়ুন : ঝিনাইদহে সরকারি বিদ্যালয়ে নেই খেলার মাঠ

১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার খাইরুল ইসলাম বলেন, ‘তিনি ঘটনা শুনেছেন। হাসিমুদ্দিনকে আটক করার বিষয়ে কেউ তাদের সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। তবে বিএসএফের কাছে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে।’

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড