• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে সরকারি বিদ্যালয়ে নেই খেলার মাঠ

  ঝিনাইদহ প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ১২:২১
ঝিনাইদহ
খেলার মাঠবিহীন স্কুল (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ। ফলে নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ সব প্রতিযোগিতামূলক খেলায় পিছিয়ে পড়ছে তারা।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ছয়টি উপজেলায় ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ৫০ ভাগ বিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ। কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচলের জন্যও নেই তেমন জায়গা। এতে নিয়মিত অনুশীলন করতে না পারায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলা থেকে, ব্যাহত হচ্ছে তাদের শারীরিক, মানসিক বিকাশ।

ঝিনাইদহ শহরের আদর্শ পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন বলে, ‘মাঠ না থাকায় স্যাররা ঠিকমতো খেলা করায় না। আমরাও খেলতে পারি না। খুব মন খারাপ হয়।’

এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিনা সাহা বলেন, ‘মাঠ নেই, খুব ছোট জায়গা। ইচ্ছা থাকলেও ছেলে মেয়েদের খেলা করাতে পারি না।’

গাড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খানম বলেন, ‘ছেলে-মেয়েদের সঠিকভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কিন্তু মাঠ না থাকায় অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। সরকার যদি বিশেষ বিবেচনায় যে বিদ্যালয়গুলোতে খেলার মাট নেই সেখানে মাঠের ব্যবস্থা করেন তাহলে শিক্ষার্থীরা সেই সুযোগ পাবে।’

আরও পড়ুন : রূপসায় মিলল প্রায় সাড়ে ৩ মণ ওজনের কৈবল

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘এই মুহূর্তে আসলে খেলার মাঠ বা মাঠের জন্য জায়গা বাড়ানো সম্ভব না। বর্তমানে জমির দাতা যেমন নেই, তেমনি সরকারেরও এই মুহূর্তে স্কুলের জন্য জমি ক্রয় করার সিদ্ধান্ত নেই। ফলে আমরা চেষ্টা করছি ইনডোর গেমস বা পার্শ্ববর্তী স্কুলে নিয়ে খেলা করানোর জন্য।’

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড