• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জ ডিপ্লোমা শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  গোপালগঞ্জ প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৫
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক  অবরোধ
শিক্ষার্থীদের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ৪টায় গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রথম ব্যাচের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবু বক্করকে গত ৮ জানুয়ারি তৃতীয় ব্যাচের ওসমান গনি তুই-তুকারি করে। এ বিষয়ে আবু বক্কর প্রতিবাদ করলে ওসমান গনিসহ কয়েকজন মিলে তাকে মারপিট করে। বিষয়টি আবু বক্কার তার সহপাঠীদের কাছে বললে সহপাঠীরা ওসমান গনিকে বহিষ্কারের দাবি জানায় কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ওসমান গনির অভিভাবক ও স্থানীয় বক্তিবর্গদের নিয়ে সমাধান করে।

এরপর গত শুক্রবার (১০ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আবু বক্করসহ সহপাঠীরা মিলে মেলায় যান। সেখান থেকে ফেরার সময় ওসমান গনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে তাদের ওপর পুনরায় হামলা করে। বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অবগত করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ২০ ভাগ কাজ করে ৭০ শতাংশ বিল উত্তোলন

বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসে ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে ক্যাম্পাসে ওসমানের সঙ্গে কয়েকজন বহিরাগত যুবক প্রশাসনিক ভবনের সামনে এসে ফিরোজ নামে এক শিক্ষার্থীকে মারপিট করে। এরপর উভয়পক্ষ দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে শিক্ষার্থীদের একাংশ গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়ক অবরোধ করে। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অবরোধ তুলে দেয়।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড