• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে শীতে জবুথবু অবস্থা

  সারাদেশ ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১১:৫২
পঞ্চগড়
পঞ্চগড়ে শীতের দাপট কমেনি (ছবি: দৈনিক অধিকার)

পঞ্চগড়ে টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। অবশ্য মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে সকালে সূর্যে মিলছে। কিন্তু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা থাকছে আগের মতোই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রাও একটু বেড়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোম ও মঙ্গলবার দুদিনই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : অলৌকিকভাবে বেঁচে গেল নবজাতক

তীব্র শীতে সন্ধ্যা, রাত ও ভোরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এ দিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় রয়েছে আগের মতোই। প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত কাটে নিম্ন আয়ের মানুষের। রাত ৯টার পর পরই রাস্তাঘাট, হাঁটবাজার ফাঁকা হয়ে যাচ্ছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড