• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষের মন জয় করা সম্ভব’

  কক্সবাজার প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৭
কক্সবাজার
কামরুজ্জামান বকুলের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষের মন জয় করা সম্ভব।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ট্রাফিক পুলিশের কার্যালয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) কামরুজ্জামান বকুলের বদলিজনিত বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ওপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। তবে অসৎ লোকের কোনো অনৈতিক তদবির যেন রক্ষা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, কামরুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার ট্রাফিক পুলিশ ছিল সুশৃঙ্খল। তাই তার এই বদলি কক্সবাজার ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমে ত্রুটি-বিচ্যুতিও ঘটাতে পারে। তবে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, তারা কামরুজ্জামানের অভাবকে দূর করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্রাফিক পুলিশের এএসপি সুপার বাবুল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাজাহান কবির। সভায় আরও বক্তব্য রাখেন- রামু থানার নতুন ওসি রুমেল বড়ুয়া, দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বিল্লাল হোসেন, সার্জেন্ট নিউটন, এটিএসআই ফারুক আহমেদ প্রমুখ।

আরও পড়ুন : বগি উদ্ধার, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

উল্লেখ্য, কক্সবাজার ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) কামরুজ্জামন বকুল খুলনা রেঞ্জে বদলি হয়েছেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড