• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গৌরীপুরে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

  ময়মনসিংহ প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ০২:৩০
ট্রেন
তিনটি বগি লাইনচ্যুত হয়ে জারিয়া-মোহনগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ময়মনসিংহের সঙ্গে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুর রাশিদ জানান, ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় বর্তমানে ময়মনসিংহের সঙ্গে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে শীঘ্রই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, পুলিশসহ আহত ১৫

এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান বলেন, ‘ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড