• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, পুলিশসহ আহত ১৫

  নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২০, ২৩:১৬
যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায় (ছবি : সংগৃহীত)

যশোরের অভয়নগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকাধীন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে বাসটি অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা এক পুলিশ সদস্যসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে যশোরের শেখহাটী গ্রামের বাসিন্দা ও বাসচালক প্রিন্স (৪০), একই গ্রামের বাসিন্দা ও বাসের হেলপার জিসান (১৮), বাসযাত্রী খুলনার খালিশপুর থানার এসআই আবুল কাশেম (৫৫), একই জেলার দৌলতপুরের সেনহাটী গ্রামের আমেনা বেগম (৩৫), ঢাকার নবীনগরের বাসিন্দা মিনা খাতুন (২৯), মাগুরার সজল (৩৫), যশোর নাভারণ এলাকার সেকেন্দার (৬০), ফরিদপুরের রাজবাড়ি এলাকার ফারুক রহমান (৩৫), ঢাকার মিরপুর-১-এর বাসিন্দা মিঠু (৩৫), যশোর নাভারণ এলাকার রাসেল (২৪), ঝিনাইদহের মহিবুল স্বপন (২৮) ও বাগেরহাট জেলার লিনা আক্তারসহ অজ্ঞাত আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা ও যশোরে পাঠানো হয়।

আরও পড়ুন : টাঙ্গাইলে চার ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ এবং যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁন ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড