• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

  যশোর প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ২০:৩৮
বিদ্যুৎস্পৃষ্টে নিহত
বিদ্যুৎস্পৃষ্টে নিহত (ছবি : ফাইল ফটো)

যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বাজিতপুর গ্রামের গুতেমারির বিলের এক মেশিন ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজিতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- বাজিতপুর গ্রামের আব্দুল আলিম মোড়লের স্ত্রী জ্যোস্না বেগম (৩৫) এবং ছেলে আল-আমিন (২২)।

নিহতের স্বজন মুজিবুর রহমান জানান, বুধবার দুপুরে নিহত আল-আমিন বাড়ির পাশে গুতেমারির বিলে সেচ মেশিনে পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় সে মেশিন ঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। কিছু সময় পর তার মা জ্যোস্না বেগম ভাত নিয়ে মেশিন ঘরে প্রবেশ করে। এ সময় আল-আমিন ঘুমিয়ে আছে ভেবে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে ভিড় জমায়।

আরও পড়ুন : চন্দনাইশে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

সংবাদ পেয়ে কেশবপুর থানার ওসি আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড