• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত

  পাবনা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১৮:২২
কিশোর নিহত
ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত কিশোর (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে অজ্ঞাত (১৩) এক কিশোর মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতের গায়ে খয়েরি রঙের জ্যাকেট ও পরনে নীল রঙের ফুল প্যান্ট ছিল। নিহত কিশোরের ডান চোখের পাশে আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় কলেজ শিক্ষক আব্দুর রহিমসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে ওই কিশোর বড়াল ব্রিজ রেল স্টেশনের পশ্চিম পাশে রেল লাইনের ধারে বসেছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। কিন্তু ওই কিশোর রেল লাইনের পাশ থেকে দূরে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় সে স্টেশনের ওপর ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা জানান, তাদের ধারণা ওই কিশোর কানে কম শুনত।

ঘটনার সত্যতা স্বীকার করে বড়াল ব্রিজ স্টেশনের সহকারী মেহেদী মামুন বলেন, ঘটনার পরপরই সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়।

আরও পড়ুন : কুড়িগ্রামে বিএসএফের ধাওয়ায় গরু ব্যবসায়ী নিহত

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম খন্দকার জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড