• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কনকনে শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

  লালমনিরহাট প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১৬:০৬
লালমনিরহাটের জনজীবন
লালমনিরহাটের জনজীবন (ছবি : দৈনিক অধিকার)

অব্যাহত শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় লালমনিরহাট ও আশপাশের এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র জানায়, রাতের ঘন কুয়াশার চাদরে যেন ঢাকা পড়েছে লালমনিরহাটের জনপদ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকেই যাচ্ছেন না ঘরের বাহিরে। বেশি দুর্ভোগে পড়েছে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ।

ভুক্তভোগীরা বলছেন শীতের কারণে তারা ক্ষেতে-খামারে কাজ করতে পারছেন না, সেই সঙ্গে বিশেষ করে বয়স্ক লোকদের নানা রোগে ভুগতে হচ্ছে। যারা দিন মজুরের কাজ করে তারা শীতের কারণে কাজে যেতেই পারছে না, খেয়ে না খেয়ে তাদের দিনাতিপাত করতে হচ্ছে।

আরও পড়ুন : সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর জানান, ৪০ হাজার ৭শ পিস কম্বল ও ১ হাজার শুকনা খাবারের প্যাকেট জেলার পাঁচ উপজেলায় বিতরণ করা হয়েছে। এছাড়াও শিশুদের গরম পোশাক ও শিশু খাদ্য ক্রয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড