• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

  ফরিদপুর প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১৩:৩১
ফরিদপুর
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে হত্যা, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ মামলার আসামি ডাকাত সর্দার।

বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুল গ্রামের পিয় নাথ পালের মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন (৩০) বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের প্রয়াত মজিবর হোসেনের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, একাধিক হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ১৩টি মামলার আসামি এনায়েতকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য ওই বাগানে গেলে এনায়েতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের কাছ থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায় এনায়েত। হামলাকারীদের লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগান থেকে গুলিবিদ্ধ এনায়েতকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুইটি শর্টগানের গুলি, দুইটি শর্টগানের এমটি কার্তুজ উদ্ধার করে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড