• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  ময়মনসিংহ প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৭:২৪
গ্রেপ্তার
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬৫ বছরের বৃদ্ধ বদির উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কৌশলে শিশুকে (৮) বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধ বদির উদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার (১৩ জানুয়ারি) রাতে পুলিশ অভিযুক্ত বদির উদ্দিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বদির উদ্দিন তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ২ জানুয়ারি আট বছর বয়সী ওই শিশু বদির উদ্দিনের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির মালিক বদির উদ্দিন তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ছলনার আশ্রয় নেয় এবং কৌশলে তাকে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি বলেন, এ ঘটনা স্থানীয়রা মীমাংসা করে দেবে বলে কালক্ষেপণ শুরু করলে পুলিশ বিভিন্ন সূত্রে খবর পায়। এরপর সোমবার বিকালে পুলিশ ওই শিশুর বাড়িসহ স্থানীয় এলাকায় খোঁজ-খবর নেয়। পরবর্তীকালে সোমবার রাতেই শিশুটির মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করলে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : ডিআইজি-এসপি পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বদির উদ্দিন ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শীঘ্রই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড