• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

  বান্দরবান প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৬:১০
হাসপাতাল
ময়না তদন্তের জন্য ওই গৃহবধূর লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

পারিবারিক কলহের জেরে বান্দরবানে‌ চয়ং চিং মারমা (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে পৌর শহরের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ চয়ং চিং মারমা ওই এলাকার ক্যহ্লা‌ চিং মারমার মে‌য়ে ও প্রু মং চিং মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররা‌তে পৌর শহ‌রের মধ্যমপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দি‌য়ে চয়ং চিং মারমা আত্মহত্যা ক‌রে। পরে সকালে পরিবারের অন্য সদস্যরা ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) বিপুল রায় জানান, সকালে মধ্যমপাড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য বর্তমানে ওই গৃহবধূর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : চা বাগানে স্কুলছাত্রের গাছে বাঁধা লাশ

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী দৈনিক অধিকারকে বলেন, ‘নিহত নারী আত্মহত্যা করেছে কি না- সে বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড