• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১১:৫৮
চুয়াডাঙ্গা
সাজাপ্রাপ্তরা (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদকের কারবার ও সেবনের দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার প্রাগপুর গ্রামের প্রয়াত জহিরউদ্দিন মালিথার ছেলে মাদক কারবারি নিয়াত মালিথা (৬০), প্রাগপুর গ্রামের রুহুল আমীনের ছেলে রাকিবুল হোসেন (১৯), একই গ্রামের আব্দুল লতিফের ছেলে শিলন আলী (২০) ও পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর থানার মালিহাদ গ্রামের বজলুর রহমানের ছেলে মামুন আলী (১৯)।

জানা যায়, নিয়াত মালিথা দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন করতে আসা লোকদের নিজে গাঁজা তৈরি করে সেবন করায়। এই তথ্যের ভিত্তিতেই নিয়াতের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ট্রাকসহ ৩ মাদক কারবারি আটক

তাদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দেওয়া হয়। পরে তিনি দেখানে উপস্থিত হয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড