• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে এক রাতে ১০টি গরু চুরি 

  গাজীপুর প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ০১:২১
গাজীপুর
ছবি : দৈনিক অধিকার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের এক সদস্যের ১০টি গরু চুরি হয়েছে। ওই ইউপি সদস্যের নাম মতিউর রহমান।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী মতিউর রহমান বলেন, রবিবার মধ্যরাতের কোনো এক সময় চোর চক্রের সদস্যরা তালা ভেঙে লোহার শিকল কেটে গরুগুলো চুরি করেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ দিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, একই ওয়ার্ডে কয়েক দিন আগেও হারুন ফরাজি ও তার শশুরের ৪টি গরু চুরি হয়েছে। গত ৭ তারিখ রাতে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ছাবেদ আলী মাদবরের ৭টি ও দক্ষিণ ধনুয়ার সিরাজুল ইসলামের ৩টি গরু চুরি হয়েছে। রাতভর পাহারা দিয়েও কোনো লাভ হচ্ছে না। পুরো উপজেলায় গুরু চুরির ঘটনা অহরহ ঘটছে।

খামারিদের সঙ্গে কথা বলে জানা যায় , প্রচন্ড শীতে চুরি বেড়ে গেছে। রাত ১২টা থেকে ২টার মধ্যেই সাধারণত চুরির ঘটনাগুলো ঘটছে। আগে থেকেই খোঁজ খবর নিয়ে গোয়াল ঘরের আশপাশে ওৎ পেতে থাকে চোরেরা। নিয়মিতভাবে কয়েকদিন আগে থেকে বাড়ির লোকজনের গতিবিধির ওপর নজর রাখে। এরপর সুযোগ বুঝে ৮-১০ জনের একটি দল পিকআপ বা ট্রাকযোগে এসে গরু চুরি করে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ধারালো অস্ত্র দিয়ে যুবকের ওপর হামলা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে চোর ধরার আইনি তৎপরতা শুরু হয়েছে। দ্রুত ফলাফল পাবো আশা করছি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড