• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারি আটক

  বাগেরহাট প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৫:২৪
বাগেরহাট
আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ ও কোস্টগার্ড।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১২ জানুয়ারি) রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)। আটককৃতদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, দুই হাজার মিটার সানদিয়া জালসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রবিবার রাতে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও বন্যপ্রাণি শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড