• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীত উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন

  চাঁদপুর প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৩:১৮
চাঁদপুর
ভোটারদের দীর্ঘ লাইন (ছবি : দৈনিক অধিকার)

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

বিভিন্ন ভোট কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। র‌্যাব, পুলিশের কঠোর নিরাপত্তা মাধ্যমে ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, নির্বাচনে নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, হাইমচর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৮ জন ভাইস–চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস–চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

উপজেলার ৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৮০ হাজার ২৩৪ জন। পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন। ৩১টি ভোটকেন্দ্রের ২০০ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড