• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুমন্ত চালক কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

  ময়মনসিংহ প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ১৩:১৩
ময়মনসিংহ
নিহত তিথি পাল (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের গৌরীপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় স্কুলছাত্রী তিথি পাল (১৩) নিহত হয়েছে। এ সময় অপর স্কুলছাত্রী রূপা চক্রবর্তী (১৩) গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গৌরীপুর মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথি পাল গৌরীপুরের মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। এবং আহত রূপা চক্রবর্তী গৌরীপুর কালিখলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর মেয়ে।

ঘটনার পর এলাকাবাসী ট্রাক চালক হুমায়ুন মিয়া (৩০) ও হেলপার মো. রবিনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত তিথি ও তার বান্ধবী রূপা কোচিংয়ে যাচ্ছিল। পথে গৌরীপুর মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিথি। এ সময় তার বান্ধবী রূপা গুরুতর আহত হলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসী জানান, নেত্রকোণার দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালু বোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া গৌরীপুর শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপার-ওপার দিক-বেদিক ছুটে এক পর্যায়ে রাস্তার পাশে নেমে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর থানার এসআই মো. বাহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আরও জানান তিনি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড