• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

  বরিশাল প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ২১:১৩
বিক্ষোভ
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন সিটি মেয়র ( ছবি : দৈনিক অধিকার )

বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির নেতৃত্বে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল করে।

রবিবার (১২ জানুয়ারি) নগরীর ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ করেন।

পরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা।

তারা জানায়, বিআইডব্লিউটিএ ১১৭ বছর আগের নদীর সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান চালানোর পাঁয়তারা করছে। কিন্তু কীর্তণখোলা নদীর পার্শ্ববর্তী নগরীর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। এই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসাসহ ১৪টি মসজিদ রয়েছে। এছাড়া সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পাওয়ার হাউজ ও মুসলিম গোরস্থানও রয়েছে এখানে। এ এলাকায় দীর্ঘ বছর থাকার পাশাপাশি সরকারি আইন অনুযায়ী ভূমি করও দিচ্ছেন বলে জানায় বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: রাস্তায় ঝরল মায়ের প্রাণ, ২ সন্তান হাসপাতালে

এ দিকে বিক্ষোভ প্রদর্শনকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড