• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তায় ঝরল মায়ের প্রাণ, ২ সন্তান হাসপাতালে 

  বাগেরহাট প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ১৯:৫৫
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা ( ছবি : প্রতীকী )

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিআরটিসির বাসচাপায় রিনা বেগম (৩২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা আরও ৪ যাত্রী আহত হন।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার মহিসপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের জামাল শেখের স্ত্রী।

পুলিশ জানায়, কচুয়া উপজেলার বাধাল বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছে রিনা বেগম। এ সময় তিনি মহিসপুরা এলাকায় পৌঁছালে বাগেরহাটগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী রিনা বেগম মারা যান।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- ভ্যানচালক তরিকুল ইসলাম (১৮), শিশু শান্ত শেখ (৬), অপি আক্তার (১৩) ও শিরিনা বেগম (৩৫)। তাদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে শিশু শান্ত শেখ ও অপি আক্তার হলো নিহত রিনা বেগমের সন্তান।

আরও পড়ুন: পার্কে ছিনতাইকালে আটক ৪

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় রিনা বেগম নামে একজন মারা গেছেন। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড