• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিআরটিএর অফিসে দুদকের অভিযান, ২ দালালের দণ্ড 

  কুষ্টিয়া প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২০, ১৬:২১
দালাল
দণ্ডপ্রাপ্ত দালাল ( ছবি : দৈনিক অধিকার )

কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এ সময় দালাল চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ দালালকে কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিআরটিএ অফিসে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে মো. দুলাল (৩৯) ও পুর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৩৫)।

আরও পড়ুন: পার্কে ছিনতাইকালে আটক ৪

অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খান। কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে মো. দুলাল ও মনিরুজ্জামান নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিরুজ্জামানকে ৬ মাসের কারাদণ্ড একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মো. দুলালকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

ওডি/ এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড